ফেনীর দাগনভূঞায় কর্মস্থলে যাওয়ার পথে কভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা উপজেলা গেইট সংলগ্ন পাকিস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. মোস্তফা কামাল।
নিহত রতন কুমার দেবনাথ (৫৫) জামালপুর জেলার বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা শাখার এরিয়া ম্যানেজার ছিলেন।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, কর্মস্থলে যাওয়ার পথে ওই এলাকায় রতন কুমারের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানের নিচে ঢুকে পড়ে। তখন ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
থানার পরিদর্শক মোস্তফা কামাল আরও বলেন, কভার্ড ভ্যান ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।