সহপাঠী জানায়, মিনহাজুল প্রেমঘটিত কারণেও বিষন্ন ছিলো।
Published : 09 Feb 2023, 11:27 AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার রাতে নিজ বাড়িতে মিনাহাজুল আবেদীন আত্মহত্যা করেন বলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুর রশীদ জানান।
মিনাহাজুল যশোরের মনিরামপুর থানার সালামতপুরের মো. ফারুক উদ্দিনের ছেলে এবং গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিষয়ক সংগঠন 'রোবোআড্ডার’ প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন।
অধ্যাপক মাহবুবুর রশীদ বলেন, মিনহাজুল বাড়িতে যাওয়ার পর থেকেই ফেইসবুকে বিভিন্ন পোস্ট দেন, যা দেখে তাকে হতাশাগ্রস্ত ও বিষন্ন মনে হয়েছে। তারপর তার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করে খোঁজ নিয়েছি। তার মায়ের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।
“সকালে তিনি ফোন করে মিনহাজুল আত্মহত্যা করেছে বলে জানান।”
গণিত বিভাগের আরেক শিক্ষক সাইদুর রহমান জানান, গত কয়েকদিন আগে মিনাহাজুলের একটি ফেইসবুক পোস্ট দেখে তাকে কাউন্সিলিং করানোর জন্য তার মাকে বলেছিলাম। তার মা তখন জানিয়েছিলেন, ডাক্তার দেখে গেছে, সে ঘুমাচ্ছে।
“কিন্তু আজ সকালে তার মা জানালেন, মিনহাজুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।” যোগ করেন তিনি।
মিনহাজুলের সহপাঠী ওমর ফারুক বলেন, মিনহাজুল রোবোআড্ডায় সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্সও ড্রপ ছিল। তাছাড়া প্রেমঘটিত কারণেও তার মনে বিষন্নতা তৈরি হয়।