লালপুরের কচুয়া বাজারের পাশের রাস্তায় একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়েন যাত্রীরা।
Published : 20 Dec 2024, 01:25 PM
নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক যাত্রী।
শুক্রবার সকালে উপজেলার আরবাবের কচুয়া বাজারের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার পরিদর্শক মো. নুরুজ্জামান।
নিহত মো. ইসলাম হোসেন (৫০) লালপুরের লক্ষণবাড়িয়া এলাকার মো. এমাজ উদ্দিনের ছেলে। আহত মো. আরিফ হোসেন (২৪) ধরবিলা এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক নুরুজ্জামান বলেন, ব্যাটারিচালিত ভ্যানটি যাত্রী নিয়ে সালামপুর থেকে লালপুর যাচ্ছিল। পথে কচুয়া বাজারের পাশের রাস্তায় একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়েন যাত্রীরা।
“এ সময় ঘটনাস্থলেই মারা যান ইসলাম হোসেন। অপর যাত্রী আরিফ হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আরিফ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরেই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।