এ নিয়ে নারায়ণগঞ্জে তিনটি হত্যা ও তিনটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আইভীকে আসামি করা হলো।
Published : 01 Oct 2024, 09:14 PM
আরও একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে।
৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মো. রাকিব নামে এক রাজমিস্ত্রিকে গুলি করে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
থানার ওসি আল মামুন বলেন, আদালতের নির্দেশে ২৯ সেপ্টেম্বর রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান আদালতে মামলার জন্য আবেদন করেন।
মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ১০১ জন আসামির তালিকায় সাত নম্বরে রয়েছে সাবেক মেয়র আইভীর নাম।
এ নিয়ে নারায়ণগঞ্জে তিনটি হত্যা ও তিনটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আইভীকে আসামি করা হলো।
৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।
এর আগে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মতো টানা তিনবার নির্বাচিত সিটি মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার।
এদিকে, রাকিব হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, তার ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান, নুরুদ্দিন মিয়া, শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকেও রাজমিস্ত্রি হত্যা মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, ৫ অগাস্ট কাজে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় গুলিবিদ্ধ হন ২১ বছর বয়সী রাকিব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।