মানিকগঞ্জে ১৬ দিন আগে ভিমরুলের কামড়ে শিশুটির বোন মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
Published : 23 Aug 2024, 10:16 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভিমরুলের কামড়ে বোনের মৃত্যুর ১৬ দিন পর মারা গেল ৩ বছরের ভাইও।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানান বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ।
নিহত সাজিদুল উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার ছেলে। এর আগে ঘটনার দিন ৭ অগাস্ট সোহেলের আট বছরের মেয়ে সামিরা মারা যায়।
বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও নিহতের চাচা মিরাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ অগাস্ট দুপুরে আমার ভাতিজি সামিরা, ভাতিজা সাজিদুল এবং আমার ছেলে সজল ও মেয়ে রোজা একসঙ্গে বাড়ির পাশে ভ্যানে ঘুরছিল।
“এ সময় তাদের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের বাসায় পড়ে। চারজনকেই একঝাঁক ভিমরুল কামড়ায়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
“সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করেন। ১৬ দিন পর আজ সামিরার ভাইও মারা গেল। আমার ভাইয়ের আর কোনো সন্তান রইল না।”
ভিমরুলের কামড়ে ইউপি সদস্য মিরাজের বড় ভাই সোহেলের মেয়ের পর আজ তার ছেলেও মারা গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান ফরিদুর।