“কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। শ্রমিক বিক্ষোভের কারণে বন্ধ থাকা ১৩টি কারখানা এখনও খোলেনি।”
Published : 24 Sep 2024, 04:54 PM
বেশ কয়েকদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের ‘অধিকাংশ’ তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন; উৎপাদনও শুরু হয়েছে ‘পুরোদমে’।
মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে বলে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান।
শিল্প মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে গাজীপুরে। সোমবারও নগরীর টঙ্গী, সদর উপজেলার বাঘেরবাজার ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তাদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুর শিল্পাঞ্চল অশান্ত হয়ে উঠলে ছুটি ঘোষণা করা হয় ১৩টি কারখানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার একদিন পর মঙ্গলবার কোথাও শ্রমিক আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এদিন সকাল থেকে বেশিরভাগ কারখানার কর্মীদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা ১৩টি কারখানা এখনও একই অবস্থায় রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেছেন, “কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প ও থানা পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।
“সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। তবে শ্রমিক বিক্ষোভের কারণে সোমবার বন্ধ থাকা ১৩টি কারখানা আজও খোলেনি।”
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফও সকাল থেকে শ্রমিক অসন্তোষের কোন খবর পাননি বলে জানিয়েছেন।
তিনি বলেন, “বন্ধ ঘোষণা করা ১৩টি কারখানার কোনটিই কার্যক্রমে ফেরেনি। কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মহানগর পুলিশ কাজ করছে।”