আনারস প্রতীকের প্রার্থী ফেরদৌস পারভেজকে শনিবার শোকজ পাঠান রিটার্নিং কর্মকর্তা।
Published : 04 May 2024, 07:20 PM
প্রথম ধাপে অনুষ্ঠেয় নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
আনারস প্রতীকের প্রার্থী ফেরদৌস পারভেজকে শনিবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে হাজির হয়ে জবাব দাখিলের অনুরোধ করা হয়েছে।
শোকজে অভিযোগ করা হয়, শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ছবিসহ ব্যানার টাঙ্গিয়ে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ। যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি ২০১৬ বিধি ৮ এর (৫) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। ফেরদৌস পারভেজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান।
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস পারভেজ বলেন, “এসব পোস্টার-ব্যানার তফশিল ঘোষণার আগের। তফশিল ঘোষণার পর সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। শোকজের জবাব অবশ্যই দেব।”
৮ মে অনুষ্ঠেয় নির্বাচনের অপর দুই প্রার্থী হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম (কাপ পিরিচ)।
চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য; আর আব্দুর রহমান গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এর মধ্যে ফেরদৌস পারভেজ স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা এবং আনোয়ারুল হক সরকার মিন্টু চাচাতো ভাই হন।