রাত ১১টার দিকে লাগা অগ্নিকাণ্ডে ক্যাম্পের শতাধিক ঘর পুড়ে গেছে।
Published : 17 Jan 2025, 01:52 AM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে ঘুমন্ত এক শিশুর প্রাণ গেছে; নিখোঁজ রয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মোছনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লক থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ওই ক্যাম্পের সহকারী ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) মোস্তাক আহমেদ।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. আয়াছ বলেন, রাতে হঠাৎ বাজারের পাশে আগুন লাগে। মুহূর্তে আগুন ক্যাম্পে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে শতাধিক ঘর।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও জরুরি সাড়াদান কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকার ক্যাম্প প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ মোবাইল ফোনে জানান, আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। ঘুমন্ত অবস্থায় নিহত শিশুর বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর।
কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সবশেষ সদ্য বিদায়ী বছরের ২৪ ডিসেম্বর উখিয়া উপজেলার ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছয় শতাধিক ঘর ও শিশুসহ ২ জন নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।