দুই শিশুকে নিয়ে হাটগোপালপুরের একটি কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন লিয়াকত আলী।
Published : 02 Jan 2025, 02:54 PM
ঝিনাইদহ সদর উপজেলায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।
নিহত ভ্যানচালক লিয়াকত আলী (৬০) হরিশংকর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মৃত্যুঞ্জয় বলেন, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন লিয়াকত আলী।
পথে হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী নিউ মর্ডান এক্সপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।
“বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে সৌভাগ্যক্রমে ভ্যানে থাকা দুই শিশু অক্ষত আছে।”
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।