সকাল থেকে পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে।
Published : 14 Jun 2024, 04:08 PM
ঈদুল আজহা উদযাপন করতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় সহজেই ঘাট পার হচ্ছেন তারা।
শুক্রবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে ঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা গেলেও ভোগান্তি নেই।
রাজধানী ঢাকার সঙ্গে যোগযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলদিয়া নৌপথ। বছরে দুই ঈদে এই পথে যানবাহনের দীর্ঘ সারি আর যাত্রীদের ভোগান্তি ছিল স্বাভাবিক চিত্র।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে এই পথে। ফলে ভোগান্তি ছাড়াই ফেরিতে পদ্মা পার হতে পারছে মানুষ।
শুক্রবার পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী শত শত মানুষ ফেরি ও লঞ্চে নদী পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন।
লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন আটকাতে নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা খালেদ নেওয়াজ বলেন, “ঈদকে কেন্দ্র করে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ২৩টি ফেরি চলাচল করছে।
“একটি ছাড়া সবগুলো (১০) ঘাট সচল থাকায় অপেক্ষায় না থেকে যানবাহনগুলো নদী পার হয়ে যাচ্ছে।”
ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে বলে জানান তিনি।
খালেদ বলেন, “বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ভোগান্তি ছাড়া নদী পার হতে পারবে ঈদে ঘরে ফেরা মানুষেরা।”