দুপুর ১২টা পর্যন্ত এ উপজেলায় ১৩ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।
Published : 29 May 2024, 01:09 PM
তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতিতে বেশি দেখা গেছে।
বুধবার দুপুর ১২টা পর্যন্ত এ উপজেলায় ১৩ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
বাঘারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, “মানুষের ধান কাটা শেষ হয়েছে, আবহাওয়ায়ও ভালো, মানুষ উপযুক্ত পরিবেশ পেয়ে নির্বিঘ্নে ভোট দিতে এসেছেন।“
উপজেলার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তোহিদুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে বলেন, “এই কেন্দ্রে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। এ উপজেলায় প্রার্থীর সংখ্যা বেশি। তারা (প্রার্থী) প্রতিযোগিতামূলক ভোটার নিয়ে আসছেন কেন্দ্রে।”
তিনি বলেন, এই উপজেলায় ছয়জন চেয়ারম্যান, ছয়জন ভাইস চেয়ারম্যান এবং চারজন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, “নির্বাচন যে উৎসব তা আজ মনে হচ্ছে। আবহাওয়া অনুকূলে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আজ যে দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।”
ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় বুধবার যশোরের অভয়নগর ও বাঘারপাড়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।