সদর দক্ষিণ উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা থেকে রিফাত ও সাহিদার লাশ উদ্ধার করা হয়।
Published : 03 Feb 2025, 04:32 PM
কুমিল্লায় পৃথক স্থান থেকে এক শিশু ও বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ে এবং চৌদ্দগ্রাম উপজেলার আমান গন্ডার ধনুসরা এলাকায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- বরুড়া উপজেলার জসীমউদ্দীনের নয় বছরের ছেলে রিফাত এবং সদর দক্ষিণ উপজেলার ধনুসরা জামে মসজিদের ইমাম আব্দুল মুমিনের স্ত্রী সাহিদা বেগম (৬৫)।
সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ের উপর অজ্ঞাত এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে।
তিনি বলেন, রিফাত ১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরের দিন ২ ফেব্রুয়ারি বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রিফাতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে বলে জানানা পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে নিহত সাহিদা বেগমের স্বামী আব্দুল মুমিন জানান, ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য তিনি এবং তার স্ত্রী এক সঙ্গে ঘুম থেকে উঠেন। পরে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে ফিরে সাহিদাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে ঘরের পাশে সেপটিক ট্যাংকের সামনে সাহিদা বেগমের জুতা ও জামা দেখতে পান।
পরে সেপটিক ট্যাংকের ভেতর তার মরদেহ পাওয়া যায়। খবর দিল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”