আহত যুবদল নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 10 Nov 2024, 01:04 AM
নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পলাশ থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম।
আহত ৪৮ বছর বয়সি বাদল ওই ইউনিয়নের ডাংগা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে বাদল মিয়া কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একদল লোক তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
গুলিবিদ্ধ বাদল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।