২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 22 Jan 2025, 11:34 PM
গুচ্ছ থেকে বের হয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার এক অফিস আদেশে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভা হয়েছে। এতে চলতি শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তিপ্রক্রিয়ায় অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, “যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি। কিন্তু সভায় সবাই একমত পোষণ করেছেন যে, কোয়ালিটি নিশ্চিত করার জন্য স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। গুচ্ছের কারণে দীর্ঘ সূত্রিতা এবং সেশনজট তৈরি হচ্ছে।
তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রিতা কাটিয়ে ওঠা ও মানসম্মত শিক্ষার্থী বাছাই করতে আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মনিরুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, “গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। চূড়ান্ত সিদ্ধান্ত নোটিস আকারে জানিয়ে দিয়েছি। এ নিয়ে আগেও বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকরা এ ব্যাপারে জোরালো সমর্থন দিয়েছেন ।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে একজন মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মৃত্যুতে দোয়া মিলাদ মাহফিলে এ দাবি জানানো হয়।
গত বছরের ৯ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের করিডোরে ঝুলন্ত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিফা নুর ইবাদির লাশ পাওয়া যায়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীর বাবা শাহজাহান রাঢ়ি মেয়ের ‘আত্মহত্যার’ বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
একই দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, “শিফাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে, এর অনুঘটক কারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, তা উদ্ঘাটন করা।”
শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মামুন অর রশিদ বলেছেন, “তোমরা একটা কথা মনে রাখবে, তুমি শুধু তোমার না, তুমি তোমার পরিবারের এবং আমাদের সকলের, তোমরা সবার সঙ্গে সবার যোগাযোগ রাখবে।”
উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, “শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে আছি। শিক্ষার্থীর দাবি মনরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে কাজ করব।”