মোটরসাইকেলে থাকা ভুটটু নামের ওই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
Published : 02 Jun 2024, 11:02 AM
বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন কুড়িগ্রামে।
শহরের পৌর বাজার এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান জানান।
নিহত ৪৬ বছর বয়সী মো. ইসলাম ভুটটু কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদুর বলেন, “চিলমারী থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ডাম্প ট্রাক পৌর বাজার এলাকায় কলেজ মোড় গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
“এ সময় মোটরসাইকেলে থাকা ভুটটু নামের ওই আরোহী ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় বলে জানান মাসুদুর।