“হামলাকারীরা সাইনবোর্ড ভাঙচুর করে খুলে নিয়ে পুড়িয়ে দেয়।”
Published : 25 Nov 2024, 05:27 PM
রাজশাহীতে দৈনিক প্রথম আলো কার্যালেয়ের সামনে হামলা চালিয়ে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে।
হামলাকারীরা প্রথম আলো লেখা সংবলিত সাইনবোর্ডটি ভাঙচুরের পর খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
সোমবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমটির রাজশাহীর ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তবে এ ঘটনায় পত্রিকাটির স্থানীয় কোনো সংবাদকর্মী আক্রান্ত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আলেম-ওলামা’ ও ‘তৌহিদি জনতার’ ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ‘দেশ-বিরোধী কর্মকাণ্ড’ এবং ‘জেয়াফত’ অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বোয়ালিয়া থানা মোড়ে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এক পর্যায়ে তারা প্রথম আলোর কার্যালয়ের গেইটে হামলা করে। তারা কার্যালয়ে ঢোকার মুখে লাঠি দিয়ে আঘাত করে এবং কয়েকটি ইট ছুঁড়ে মারে।
সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, “হামলাকারীরা সাইনবোর্ড ভাঙচুর করে খুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টি মোড়ে সমাবেশ করে।”
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, প্রথম আলো কার্যালয়ের সাইনবোর্ড পুড়িয়ে ফেলার ঘটনা তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
প্রথম আলোকে ‘ভারতপন্থি’ আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক। এর ধারাবাহিকতায় তারা রোববার কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেয়।
দুপুর ১২টা থেকে এ কর্মসূচি পালনে ছোট ছোট দলবেঁধে বিক্ষোভকারীদের সেখানে আসতে দেখা যায়। বিকালে জড়ো হওয়া ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেঁধে যায়। সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে।
গত কয়েকদিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরোধিতা করে এমন কর্মসূচি দিচ্ছেন একদল ব্যক্তি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। গত শুক্রবার ডেইলি স্টারের কার্যালয়ের সামনে জুম্মার নামাজ আদায় করতে দেখা যায় তাদের একটি অংশকে।
এদিকে রাজধানীর পর রোববার চট্টগ্রাম নগরীতেও প্রথম আলো কার্যালয়ের কাছে বিক্ষোভ হয়েছে।