ফায়ার সার্ভিস বলছে, দোকানগুলো লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷
Published : 07 Oct 2024, 11:55 AM
নারায়ণগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে।
রোববার রাত সোয়া ১১টার দিকে কালিরবাজার স্বর্ণপট্টি এলাকার ১ নম্বর গলির মসলাপট্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ জানান।
তিনি বলেন, “খবর পেয়ে সাড়ে ১১টার দিকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে৷ রাত দেড়টার দিকে নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নেভে ভোরে সাড়ে ৩টায়৷”
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেছেন, “রাতে দোকানপাট বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত৷ দোকানগুলো লাগোয়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷
“আগুনে পাকা, সেমিপাকা মসলা, হার্ডওয়্যার ও স্টেশনারিসহ অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে৷”
এ সময় আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকা একজন কর্মী ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন৷ তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানান ফখরউদ্দিন৷