Published : 13 May 2024, 12:06 PM
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় হাতির আক্রমণে এক কৃষকের প্রাণ গেছে।
উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ আলী জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে তার ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৭০ বছর বয়সী আলতাফ উদ্দিন ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান সুরুজ বলেন, “ওই কৃষক ছেলেকে নিয়ে সারাদিন বোরো ধান কেটে আঁটিগুলো ক্ষেতের মাঝেই একসঙ্গে জোড়া করে রাখে। রাতে ছেলেকে নিয়ে ওই ধান পাহাড়া দিচ্ছিলেন। সাড়ে তিনটার দিকে ভারতীয় বন্য হাতির পাল ধান খাওয়া শুরু করে। এ সময় বাবা-ছেলে হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতি তাদের উল্টো তাড়া করে।
“এ সময় ছেলে পালিয়ে আসতে পারলেও বৃদ্ধ বাবাকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা টের পেয়ে হাতির পালকে তাড়া করলে হাতি আলতাফকে ফেলে চলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
হালুয়াঘাট থানার ওসি বলেন মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।