বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Published : 15 Feb 2025, 02:15 AM
ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিনটি শিশুসহ ১১ জন দগ্ধ হওয়ার খবর দিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। পরে দগ্ধ ১১ জনকে গভীর রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নেওয়া হয়।
বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধরা হলেন- জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সূর্য বানু (৫০), সোহেল মিয়া (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন আক্তার (৩৫), শামিম (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুমাইয়া (৩)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই তলা বাড়ির দ্বিতীয় তলায় রাতে আগুন লেগে ওই পরিবারের ১১ জন দগ্ধ হন।
ঘটনার পরপরই তাদেরকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়।
নারী ও শিশু হাসপাতালের (ব্যবস্থাপক) হারুন অর রশিদ বলেন, “আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগীকে রাত সাড়ে ১০টার দিকে নিয়ে আসেন এলাকাবাসী।
“প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে পাঠানো হয়েছে।”
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে জিরাবো এলাকার ওই বাসায় আগুন লাগে বলে তারা জানতে পেরেছেন।