Published : 02 May 2025, 07:56 PM
মে দিবস ও সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে।
বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে পর্যটকদের সমাগম ঘটে; যা শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
টানা ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটার প্রায় ৯৫ শতাংশ হোটেল–মোটেল পর্যটকের বুকিং রয়েছে বলে জানিয়েছে হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, “ঈদের ছুটির পর এবারই প্রচুর পর্যটক এসেছেন সমুদ্র সৈকতে। তিন দিনের ছুটিকে কেন্দ্র করে বেশ পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম কাজ করছে।”
এ ছাড়া ভ্রাম্যমাণ দল ও সাদা পোশাকেও সদস্যরাও মাঠে কাজ করছেন। সেইসঙ্গে সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে বলে জানান তিনি।
কুয়াকাটার জিরো পয়েন্টে থেকে শুরু করে পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলোতে বিপুল পর্যটকের উপস্থিতি দেখা গেছে। পর্যটকরা হৈ-হুল্লোড় করে মাতিয়ে রেখেছেন পুরো সৈকত।
সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে, কেউ বা আবার দলবেঁধে সাঁতার কাটছেন। লোনা জলে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ভাসছেন তারা। পর্যটকদের সেবা দিতে ব্যস্ততা বেড়েছে রেস্তোরাঁসহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে।
যশোর থেকে কুয়াকাটায় ভ্রমণে এসেছেন চাকরিজীবী বশির উদ্দিন। তিনি বলেন, “প্রতি বছর ছুটি পেলেই কুয়াকাটায় বেড়াতে চলে আসি। পরিবারের সবাইকে নিয়ে এসেছি। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখেই মুগ্ধ। এখানে সময় কাটানোর পর মন ভাল হয়ে যায়। সবাই উপভোগ করছি। ভালই লাগছে।”
খুলনা থেকে আসা নবদম্পতি ইশরাক হোসেন ও স্নিগ্ধা ইশরাক জানান, এবার ঈদে তাদের বিয়ে হয়েছে। হানিমুনে এসেছেন এবং এই প্রথম কুয়াকাটায়। বলেন, “এতো সুন্দর পরিবেশ কুয়াকাটায়, আগে জানতাম না। হানিমুন সার্থক।”
ঢাকা থেকে আসা পর্যটক আশিকুল ইসলাম পাভেল বলেন, “পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে।”
ব্যবসায়ী আল-আমিন হাওলাদার বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মতো পর্যটক কুয়াকাটায় এসেছে। বেচাকেনা বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল থেকেই পর্যটকের উপচে পড়া ভিড়।
ক্যামেরাম্যান অলিউল ইসলাম বলেন, তিন দিন ছুটি থাকায় ভালোই পর্যটক এসেছে। ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদের পর এই ছুটিতে বেশ আয় রোজগার হবে তার।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন দলে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন তারা।