পিরোজপুরে পানির ড্রামে শিশুকে ফেলে হত্যার অভিযোগ

সুবলকে ঘরে রেখে খালে পানি আনতে যান তার মা

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 12:02 PM
Updated : 6 August 2022, 12:02 PM

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় পানি ভর্তি ড্রামে ফেলে সদ্যজাত শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে উপজেলার শ্বশিদ অশত্থকাঠী গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান স্বরূপকাঠী থানার পরিদর্শক (তদন্ত) আবীর মোহাম্মদ হোসেন।

সুবল দেবনাথ নামে শিশুটি ওই গ্রামের সুকান্ত দেবনাথের ছেলে। তার বয়স ৩৩ দিন।

শিশুর মা নমিতা দেবনাথ জানান, সকাল ১০টার দিকে তিনি সুবলকে ঘরে রেখে খালে পানি আনতে যান। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের বারান্দায় পানি ভর্তি ড্রামের মধ্যে সুবলকে দেখতে পান।

তখন নমিতা চিৎকার দিলে বাড়ির অন্যরা এগিয়ে আসে। শিশুটিকে নিয়ে দেখেন, সে মারা গেছে।

পরিদর্শক (তদন্ত) সোলায়মান বলেন, “আধা ড্রাম পানির মধ্যে ৩৩ দিন বয়সী শিশুটির লাশ পাওয়া যায়। বাড়ির ভেতরে একাধিক পরিবারের সদস্যদের বসবাস। কেউ না কেউ তাকে সেখানে ফেলেছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।