প্রেমিকার ডাকে সারা দিয়ে কয়েক দিন আগে অবৈধভাবে বাংলাদেশে আসেন ওই যুবক, বলছে বিজিবি।
Published : 20 Dec 2024, 07:50 PM
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে উপজেলার চাঁপাতলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শেখ আজিজুস শহীদ জানান।
আটক সুপ্রদীপ হাওলাদার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানাধীন থোয়ারা ঘোষপাড়া গ্রামের সুভাষ হাওলাদারের ছেলে।
সুপ্রদীপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি কর্মকর্তা আজিজুস শহীদ বলেন, আটক ভারতীয় নাগরিকের সঙ্গে এক বাংলাদেশি তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়ের ডাকে সারা দিতে কয়েক দিন আগে অবৈধভাবে বাংলাদেশে আসে সুপ্রদীপ। মেয়েটির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ভারতে ফিরে যাচ্ছিলেন।
গোপন খবরে বিজিবির স্বরুপপুর বিওপির একটি টহল দল চাঁপাতলা গ্রামের গোলাপ বাগানে ওঁৎপেতে থাকে। তখন সেখান দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।