সিরাজগঞ্জে জাল নোটসহ সরঞ্জাম জব্দ, যুবক গ্রেপ্তার

ফরিদুলের ঘর থেকে ৪ লাখ ৫৬ হাজার টাকার জাল নোট জব্দ করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2023, 12:38 PM
Updated : 11 May 2023, 12:38 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল নোট ও ছাপানোর বিভিন্ন সরঞ্জামসহ এক যবুককে গ্রেপ্তার করেছে ডিবি।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সামিউল আলম এ কথা জানান।

গ্রেপ্তার ফরিদুল ইসলাম (২১) উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা।

সামিউল আলম বলেন, গত বুধবার ওই গ্রামে অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

“এ সময় তার ঘর থেকে ৪ লাখ ৫৬ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এর মধ্যে ৮০টি এক হাজার টাকার নোট, ৬৭৫টি পাঁচশ টাকার নোট, ৮৫টি দুইশ টাকার নোট, ১২৫টি একশ টাকার নোট ও ১৮০টি পঞ্চাশ টাকার নোট রয়েছে।”

এ ছাড়া ১ লিটার তারপিন, নকল টাকা তৈরির জেল, ৭০০ গ্রাম ফেবিকল আঠা, টাকা তৈরির একটি কাঠের ফ্রেম, সবুজ রং, দুটি কাঠের পাটা, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছাপা ছবিসহ ১৭০টি সাদা কাগজ, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি টিভি, একটি লেমেনেটিং মেশিন, বিভিন্ন বর্ণের ১৫/২০টি রঙিন জরিসহ জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

সামিউল আলম আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল জানান, গত দেড় বছর ধরে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলেন। তিনি আগামী ঈদুল আজহা উপলক্ষে দুই কোটি টাকার জাল নোট তৈরির প্রস্তুতি নিয়েছিলেন।”

উল্লাপাড়া থানায় মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।