অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে কোনো বাস ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
Published : 17 Oct 2023, 11:12 PM
অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে কোনো বাস ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক পক্ষ ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয় বলে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান।
এদিকে ধর্মঘটের কারণে ঢাকা, রাজশাহী ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের দিনভর সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। সেইসঙ্গে জেলা শহরের অফিস, আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে তিন চাকার যানবাহনে করে গন্তব্যে যেতে হয়েছে।
নওগাঁ জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি সোহেল রানা বলেন, “আমাদের যানবাহন চালানোর ক্ষেত্রে ও কাগজপত্রে ত্রুটি থাকলে তা প্রশাসন দেখবে। কিন্তু বাস মালিক ও শ্রমিকদের দিয়ে আমাদের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে তা হতে পারে না। তারা বাস চালাবেন কী-না তাদের ব্যাপার। তবে আমাদের যানবাহন চলবে।”
বাস শ্রমিক আজিজুল হক বলেন, “আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ হলেও চালকরা কারও কথা মানেন না। এতে বাসের যাত্রী কমে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে।
“নিষেধ করলে তারা বাস ভাঙচুরসহ হামলা করে। তাই আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অটোরিকশা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিকরা।”
এ বিষয়ে বাস মালিক-শ্রমিক নেতাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে বগুড়ায় চিকিৎসা শেষে নওগাঁ এসে ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর বাসিন্দা গোবিন্দ পাল। তিনি বলেন, “নওগাঁ থেকে বাস চলাচল বন্ধ থাকায় দ্বিগুণ ভাড়া দিয়ে রাজশাহীতে ফিরতে হবে।”
মহাদেবপুরের কলেজ শিক্ষক মাসুদ রানা বলেন, “দীর্ঘদিন ধরে বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে প্রায়ই বাস অথবা অটোরিকশা বন্ধ থাকে। এতে করে কর্মজীবী মানুষদের ২০ টাকার ভাড়া ৪০ টাকা দিতে হচ্ছে। সেইসঙ্গে সময়ক্ষেপণ হচ্ছে।”
নওগাঁ থেকে সপরিবারে নিয়ামতপুর যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে গিয়ে বিপাকে পড়েছেন রেখা রানী। তিনি বলেন, “অটোরিকশায় যাবার মত অতিরিক্ত ভাড়া না থাকায় এখন কীভাবে আমরা নিয়ামতপুর যাব বুঝতে পারছি না।”
ওসি ফয়সাল বলেন, বাস ধর্মঘট নিয়ে সহিংস ঘটনা এড়াতে জেলার বালুডাঙা ও ঢাকা বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘট বিষয়ে বাস মালিক-শ্রমিকরা বৈঠক করছেন।