শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। তার আগের দিন এক বিজ্ঞপ্তিতে মনোনয়নে আগ্রহী নেতাদেরকে অতিরিক্ত লোক সমাগম না করতে বলা হয়েছিল।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে ইউনিয়নের ভূতের মোড় এলাকায় কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয় বলে চৌহালী থানার ওসি হারুন অর রশীদ জানান।
তিনি বলেন, “সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হবে।”
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, “আগুনে কার্যালয়ে থাকা আসবাবপত্র এবং ঘর সম্পন্ন পুড়ে গেছে। বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা এ ঘটনা ঘটাতে পারে ধারণা করছি।”