বাজারের এক পথচারীর মোবাইল ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে আটক করে।
Published : 04 Feb 2024, 02:11 AM
ফেনীর সোনাগাজী উপজেলায় মোবাইল ছিনতাইয়ের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে এ ঘটনা ঘটে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম।
আটক আবদুল খালেক (৩০) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের বাসিন্দা।
ওসি বলেন, সকালে ওই বাজারের এক পথচারীর মোবাইল ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা এক সহযোগী পালিয়ে যান।
এরপর পুলিশে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, তিনি নিজেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানান।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]