চুয়াডাঙ্গায় ঝড়ে গাছ চাপা পড়ে বৃদ্ধা নিহত

ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির ভেতর মুরগির ঘরে মুরগি তুলছিলেন বৃদ্ধা ছকিনা বেগম।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 03:59 AM
Updated : 18 May 2023, 03:59 AM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক বৃদ্ধা মারা গেছেন। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম। 

নিহত ছকিনা বেগম (৬৩) একই গ্রামের মৃত মহিউদ্দিনের স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির ভেতর মুরগির ঘরে মুরগি তুলছিলেন বৃদ্ধা ছকিনা বেগম। হঠাৎ ঝড়ের তোড়ে মুরগির ঘরের পাশের একটি মেহগনি গাছ ভেঙ্গে পড়ে। 

এ সময় ভেঙে পড়া গাছটির নীচে চাপা পড়েন ছকিনা বেগম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।