“বদির মাদক ব্যবসার হিসাব পরিচালনা করতেন সালাউদ্দিন মেম্বার।”
Published : 02 Sep 2024, 11:23 PM
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির এক ‘ঘনিষ্ঠ সহকারীকে’ আটকের কথা জানিয়েছে র্যাব-১৫।
সোমবার বিকালে দেশ থেকে পালানোর সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান।
আটক সালাউদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি খাশিয়াবিল এলাকার জাফর আলমের ছেলে।
উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বিরুদ্ধে বিভিন্ন সময় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠেছে। ইয়াবা চোরচালানে জড়িতদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় তার নাম ছিল।
র্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, “ইয়াবা ডন বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন মেম্বার। দেশ থেকে পালায়নকালে সিলেট বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।”
“বদির মাদক ব্যবসার হিসাব পরিচালনা করতেন সালাউদ্দিন মেম্বার।”