মুহুরি নদীতে গোসল করতে নেমে ডুবে যান আবুল হাসান।
Published : 21 Apr 2024, 10:21 AM
ফেনীর মুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নৌ সৈনিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার রাতে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর গভীর থেকে মৃতদেহটি উদ্ধার করেন বলে জানিয়েছেন পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খাঁন।
নিহত মো. আবুল হাসান (২২) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
ওসি জানান, শনিবার দুপুরে চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় মুহুরি নদীতে গোসল করতে নামেন আবুল হাসান। এ সময় তিনি পানিতে ডুবে যান। পরে দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ পাওয়া না গেলে স্বজনরা পুলিশে জানান।
পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করা হলে তারা চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। সন্ধ্যায় ডুবুরি দলের সদস্যরা নদীতে নেমে অনুসন্ধান শুরু করেন। পরে রাত ১০টার দিকে নদীর গভীর থেকে আবুল হাসানের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।