হত্যা ছাড়াও সদর ও পাঁচবিবি থানায় আরও কয়েকটি মামলার আসামি তিনি।
Published : 28 Oct 2024, 11:51 AM
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত পৌনে ১টার দিকে জয়পুরহাট পৌর শহরের আলহেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন।
গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা।
ওসি শাহেদ আল মামুন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ অগাস্ট নজিবুল সরকার বিশাল নামের এক শিক্ষার্থী গুলিতে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীকে ৩০ নম্বর আসামি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “এছাড়া ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সদর থানা এলাকায় মেহেদী নামের এক অটোরিকশা চালক গুলিতে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদি হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
“ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে।”
এ দুটি হত্যা মামলা ছাড়াও গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও কয়েকটি মামলা আছে বলে জানান ওসি শাহেদ আল মামুন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় আরও ১০টি মামলা হয়েছে। এসব মামলারও প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে।