নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করার সময় দুই শ্রমিক অসাবধানতাবশত নিচে পড়ে যান বলে জানায় পুলিশ।
Published : 18 Dec 2024, 11:31 PM
পটুয়াখালী শহরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বুধবার সকালে পৌরসভার টাউন কালিকাপুর কলাতলায় এ ঘটনা ঘটে বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।
নিহত মো. সাগর (৩৮) গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের মাহতাব মিয়ার ছেলে। তবে আহত শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঠিকাদার আবু সাইদের প্রতিষ্ঠানের নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক অসাবধানতাবশত নিচে পড়ে যান।
তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
ওসি ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে সাগরের মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আহত শ্রমিকের ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।