বিএনপিপন্থি বাস মালিক সমিতির সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
Published : 13 Nov 2024, 07:58 PM
মাদারীপুর সদরে বিএনপিপন্থি বাস মালিক সমিতির সভাকে কেন্দ্র করে জেলা মৎস্যজীবী দলের সভাপতিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
বুধবার দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
আহত ৪৫ বছর বয়সি সায়েম বেপারী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলা বাস মালিক সমিতির কার্যকরী সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাসস্ট্যান্ডে বিএনপিপন্থি নবগঠিত বাস মালিক সমিতি একটি সভার আয়োজন করা হয়। এ সময় সোনালী পরিবহনের মালিক ও জেলা বাস মালিক সমিতির সহসভাপতি কামরুল হাসান তুষু খন্দকারের অনুসারী কয়েকজন শ্রমিক সভা পণ্ড করতে হামলা চালায়।
হামলাকারীরা দেশি অস্ত্র দিয়ে সায়েম বেপারীকে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক নেতাকর্মীরা তাকে উদ্ধার তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।
আহত সায়েম বেপারী বলেন, “বাস মালিক সমিতির নতুন কমিটির একটি সভা আয়োজন করা হয়েছিল। সভা পণ্ড করতে সেখানে তুষু খন্দকার ও তার লোকজন হামলা চালায়। বাধা দিলে তারা আমাকে কুপিয়ে আহত করে। আমি এই ঘটনার ন্যায় বিচার দাবি করছি।”
হামলার অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান তুষু খন্দকার বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা একটি ভুয়া কমিটি সাজিয়েছে। কমিটির কেউ বাস মালিক নয়। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনায় আমার লোকজনের কোনো সম্পৃক্ততা নেই।”
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।