ডিমের দর বেঁধে দেওয়া নিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছেন সফিকুজ্জামান।
Published : 26 Jun 2024, 09:34 PM
কোরবানির ঈদের পর হঠাৎ ডিমের দাম বাড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি বলেন, “সারাদেশে ডিমের বাজার ঊর্ধ্বমুখী। আজ কালকের মধ্যে ডিমের দর নিয়ে কাজ শুরু করব। হঠাৎ কেনো ডিমের দাম বাড়ল, সেটা খোঁজ নেওয়া চেষ্টা করব। তবে কৃত্রিম সংকট করে দর বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সফিকুজ্জামান বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে কয়েকটি দোকানে পণ্যের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
ফরিদপুরের বাজার ঘুরে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বেশিরভাগ দোকানে পণ্য ক্রয়ের পাকা রসিদ কিংবা বিক্রয় মূল্যের তালিকা নেই; যা ভোক্তা অধিকারের আইনের পরিপন্থি।
পেঁয়াজ প্রসঙ্গে তিনি বলেন, “ফরিদপুরে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়। এই জেলার পেঁয়াজের মানও খুব ভালো। এখানে খুচরা পর্যায়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখেছি।
“এ বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ পাঠানো হয়। তাই আমদানি করা পেঁয়াজ এখানে আনার প্রয়োজন হয় না।”
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদপুর চেম্বারের সভাপতি নজরুল ইসলাম, হাজী শরীয়তুল্লাহ বাজার কমিটির সভাপতি নুরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।