তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার আদালতে হাজির করা হবে, বলেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি।
Published : 14 Jan 2025, 12:17 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে পুলিশের হাতে তুলে করেছে শিক্ষার্থীরা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, রফিকুল ইসলামকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেছে। তার বিরুদ্ধে ৫ অগাস্ট পরবর্তী একটি মামলা তদন্তাধীন।
তিনি জুলাইয়ের গণআন্দোলন ও গণঅভ্যুত্থান পরবর্তী কুমিল্লা সদর দক্ষিণ থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, জাকির হোসেনকে প্রথমে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরে প্রশাসনিক কর্মকর্তারা তার বিষয়ে প্রক্টরের সঙ্গে আলোচনা করেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর ও শিক্ষার্থীদের সহায়তায় জাকির হোসেনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
৫ অগাস্টের পর মো. শাখাওয়াত হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সদর দক্ষিণ থানায় মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি মোহাম্মদ জাকির হোসেন।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, “মোহাম্মদ জাকির হোসেন এজাহার ভুক্ত আসামি। মামলা থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন মজুমদার বলেন, “বৈষম্যবিরোধীর যারা আছেন, উনাকে বলেছেন, যেন উনি আইনের কাছে আত্মসমপর্ণ করেন। এক পর্যায়ে প্রক্টরিয়াল বডিসহ প্রশাসনের সবার সঙ্গে কথা বলে ওনাকে পুলিশের কাছে সোপর্দ হওয়ার অনুরোধ করি। পরে সজ্ঞানে তিনি পুলিশের কাছে সোপর্দ হন।”
প্রক্টর মো. আবদুল হাকিম বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, “মোহাম্মদ জাকির হোসেনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।”