ওসি শফিউদ্দিন খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Published : 21 Jan 2025, 03:50 PM
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরের ভেতরে আগুন দিয়ে প্রতিমা ও পূজার সরঞ্জামাদি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান।
তারাইল উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পূজারী প্রমথ বিশ্বাস বলেন, “আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পূজা দেই। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের তৈরি দরজা খোলা দেখতে পাই।
“পরে দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি পূজার সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
“এছাড়া পাশের শীতলা মন্দিরেও দেবীর প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।”
খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, ওসি মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানান ওসি।