মঙ্গলবার সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
Published : 22 Oct 2024, 11:03 PM
বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। তার নেতৃত্ব দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা। তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরবেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।”
ছাত্র-জনতা হত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে মন্তব্য করে তিনি বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে সেই ফায়দা নিয়ে ভারত যেন আমাদের না ঠকায়। ভারতকে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ঘন ঘন বন্যার জন্য ভারত দায়ী।”
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন।
তিনি বলেন, “তারেক রহমান বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে নানা কর্মসূচি নিয়েছেন। দেশের সচেতন ও দেশপ্রেমিক মানুষের কাছে তারেক রহমানের এসব কর্মসূচি আলোচিত ও সমাদৃত হচ্ছে। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ সংস্কারের কার্যক্রম সফলতা পাবে।”
সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন, সিলেট জেলা জজ কোর্টের পিপি এ টি এম ফয়েজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলমগীর কুমকুম, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আফিকুর চৌধুরী, যুক্তরাজ্য কার্ডিফ বিএনপি নেতা আশরাফ হোসেন, বিএনপি নেতা মাসশেকুর রহমান, আব্দুল বাসেত, মো. জিল্লু মিয়া।