“তবে তার ভ্যানটি পাওয়া যায়নি। মনে হয়, ভ্যানটি নেওয়ার জন্যই আলমগীরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Published : 04 Oct 2024, 04:00 PM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের দুদিন পর এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া।
নিহত আলমগীর হোসেন (৪০) আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আলমগীর হোসেনের ভাই জহুরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় আলমগীর তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিঁখোজ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে আলমডাঙ্গা থানায় একটি জিডিও করা হয়েছিল।
“শুক্রবার সকালে পাশের চিৎলা গ্রামে একটি মরদেহ পড়ে আছে খবর পেয়ে আমরা গিয়ে লাশ শনাক্ত করি। তবে তার ভ্যানটি পাওয়া যায়নি। মনে হয়, ভ্যানটি নেওয়ার জন্যই আলমগীরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।”
ওসি শেখ গনি মিয়া জানান, সুরতহালে আলমগীরকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।