গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
Published : 25 Jan 2025, 10:23 AM
যশোরের বেনাপোল মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শুক্রবার রাত ১০টায় ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান।
নিহত নাজমুস সাকিব (২৭) জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। আহত হয়েছেন ফাহিম বিশ্বাস (২৬)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রাত ১০টার দিকে দ্রুত গতির প্রাইভেট কারটির চালক কীর্তিপুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি রোকনুজ্জামান আরও জানান, অতিরিক্ত গতি এ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে এই ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।