চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে আহত হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু হয়।
Published : 26 Nov 2024, 11:26 PM
চট্টগ্রামে আদালত চত্বরের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জিরো পয়েন্ট ট্রাংক রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম, মো. ওমর ফারুক শুভ, তারেকুল ইসলাম, সাইফুল ইসলাম, জাফর ইকবাল, ফোরকান, স্বেচ্চাসেবী ওছমান গনি রাসেল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের ফেনী শাখার সেক্রেটারি একরামুল হক।
মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহ হুয়াকবার’, ‘ফখরুল ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, “ইসকন একটি জঙ্গি সংগঠন। ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকারী ইসকনের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
মিছিল-সমাবেশে শতাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে আহত হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) মৃত্যু হয়।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন ওই আইনজীবী।