অস্ত্রধারী ওইসব যুবকের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না, বলেন একাধিক কৃষক।
Published : 27 Nov 2024, 10:09 PM
ভোলার চরফ্যাশনের একটি বিচ্ছিন্ন দ্বীপে কৃষকদের পাকা ধান লুটে নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৬ যুবককে আটক করেন গ্রামবাসী।
সোমবার রাতে উপজেলার মুজিবনগর ইউনিয়নের চাঁন মিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে দুলারহাট থানা পুলিশের নির্দেশনায় গ্রাম পুলিশদের জিম্মায় রাতভর ইউনিয়ন পরিষদে আটক রাখার পর বুধবার দুপুরে আটকদের থানায় নিয়ে আসে পুলিশ।
আটক যুবকরা হলেন- মুজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে মো. কাউসার (২২), মো. আবদুল জলিলের ছেলে মো. নয়ন মিয়া (৪০), মো. খোকন মিয়ার ছেলে রায়হান (২০), মো. কালু কাজীর ছেলে রাসেল (২২) ও নজরুল নগর ইউনিয়নের বারেক হাওলাদারের ছেলে ফিরোজ (৩৫) মো. লেকমান হাওলাদারের ছেলে মো. ফরাদ হাওলাদার (২৬)।
স্থানীয়রা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওইসব যুবক বিচ্ছিন্ন দ্বীপ চর মুজিবনগর ইউনিয়নের সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও লুটপাট করে করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় তারা দলবল নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ওই ইউনিয়নের একাধিক কৃষকের পাকা ধান লুটের চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা ধাওয়া গিয়ে ‘বগি দা’সহ তাদের আটক করেন।
পরে দুলারহাট থানার ওসির নির্দেশে এলাকাবাসীর হাতে আটক ছয় যুবককে গ্রাম পুলিশের জিম্মায় রাতে ইউনিয়ন পরিষদের ভবনে আটক করে রাখা হয়।
বুধবার দুপুরে দুলারহাট থানা পুলিশের একটি দল গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
স্থানীয় কৃষক মো. মফিজল হক বলেন, তারা দেনা করে অন্যের জমি বর্গা নিয়ে চাষবাদ করেন। তাদের আবাদ করা ধান কেটে মাড়াই করার সময় যুবকরা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা দাবি করেন।
টাকা দিতে না চাইলে জোর করে তাদের ধান লুট করে নিয়ে যান। বিয়ষটি থানা পুলিশকে জানাবেন বললে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে-আতংকে কৃষকরা চুপ থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক বলেন, চলতি মৌসুমে একদল যুবক দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আতংক সৃষ্টি করে কাটা ধান মাড়াই করার সময় গ্রামের কৃষকদের কাছে বিভিন্ন অংকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে দলবল নিয়ে ওই কৃষকের বাড়িতে হানা দিয়ে ধান লুট করে নিয়ে যায় ওইসব যুবক।
তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে মুজিবনগর ইউনিয়নের কয়েকশ অসহায় কৃষক।
পুলিশ হেফাজতে থাকায় ওই ৬ যুবকের বক্তব্য জানা যায়নি।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার মোবাইল ফোনে বলেন, “গ্রামবাসীর হাতে আটকদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”