“ত্বকি হত্যার অভিযোগপত্র তৈরি কিন্তু আদালতে জমা দেওয়া হচ্ছে না “
Published : 08 Jan 2023, 09:18 PM
নারায়ণগঞ্জের মানুষ জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
তিনি বলেন, “নারায়ণগঞ্জের পুলিশ ও প্রশাসন ওসমান পরিবারের মতো দুর্বৃত্তদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। ওসমান পরিবারের সঙ্গে ভাগ-বাটোয়ারায় নারায়ণগঞ্জের পুলিশ ও প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই নারায়ণগঞ্জের মানুষ জিম্মি হয়ে পড়েছে।“
রোববার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে মেধাবী কিশোর ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৮ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।
তিনি বলেন, “ঘাতকরা চিহ্নিত, অভিযোগপত্র তৈরি কিন্তু আদালতে জমা দেওয়া হচ্ছে না। ত্বকীর ঘাতকরা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”
ত্বকী, সাগর-রুনি, তনুসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার প্রসঙ্গ তুলে রফিউর রাব্বি বলেন, “রাস্তায় ফেলে মেয়র আইভীর ওপর যারা হামলা করলো, শামীম ওসমানের বাহিনী, প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করলো, সেগুলো সমস্ত দৈনিকে এলো। সারাদেশের মানুষ, বিশ্ববাসী দেখলো কিন্তু নারায়ণগঞ্জর পুলিশ দেখলো না, তাদের চোখে পড়ে না। তিনদিন আগে অভিযোগপত্র দিয়ে তাদের নাম বাদ দিয়েছে পুলিশ।“
প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, “ওইদিন প্রকাশ্যে গুলি করা শাহ্ নিজামকে (নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক) কমিউনিটি পুলিশের সদস্য বানানো হয়েছে। এসব গডফাদাররা আপনাদেরই অংশ। আপনাদের জবাব দিতে হবে। এই স্বাধীন বাংলাদেশে এই ধরনের দুর্বৃত্তায়ন কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।”
রফিউর রাব্বি বলেন, “১৯৭১ সালে একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য এই দেশটি তৈরি হয়েছিল। কিন্তু এই দেশের রাষ্ট্রক্ষমতায় যারাই গিয়েছে তারা কেউই দেশটিকে সাধারণ মানুষের হতে দেয়নি। এই দেশটিকে তারা বরাবরই দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদারের দেশ বানিয়ে রেখেছে।
“এই সরকারও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে রাষ্ট্রক্ষমতায় থাকতে গিয়ে এই দুর্বৃত্তায়নের আশ্রয় গ্রহণ করেছে। মানুষকে তারা জিম্মি করে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতা টিকে থাকছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।”
প্রতিমাসের মতো আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, সমমনার সভাপতি দুলাল সাহা।