১৯৩৩ সালে গাজীপুরের মৈরান গ্রামে জন্ম নেওয়া এ শিক্ষানুরাগী মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
Published : 31 Dec 2022, 08:46 PM
গাজীপুরের শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম আর নেই। তিনি দুবার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক পেয়েছিলেন।
শনিবার ভোরে শহরের ছায়াবিথী এলাকার নিজ বাসায় তার মৃত্যু হয়।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য তিনি ভাওয়ালরত্ন হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার একমাত্র ছেলে খালেদ মাহবুব মোর্শেদ কাজল বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক।
নূরুল ইসলাম দীর্ঘদিন গাজীপুরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।
১৯৩৩ সালে গাজীপুর সদরের মৈরান গ্রামে জন্ম নেওয়া এ শিক্ষানুরাগী মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।
বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা, প্রয়াত প্রতিমন্ত্রী রহমত আলী, এমএ মান্নান, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলামসহ দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি তার ছাত্র।
শনিবার সকালে এ শিক্ষানুরাগীর প্রথম জানাজার নামাজ মহানগরীর ধীরাশ্রমে এবং বাদ আছর শহরের রাজবাড়ি ময়দানে দ্বিতীয় জানাজা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সিটি গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তি ও বিপুল মানুষ তার জানাজায় অংশ নেন।