শনিবার বিকালে ফরিদপুর শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিল প্রাঙ্গণে এক সভায় নায়াব ইউসুফ এসব কথা বলেন।
Published : 09 Dec 2023, 07:22 PM
বিএনপি নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “এখানে উপস্থিত অনেক নারীর স্বামী এখন জেলে। নিরাপত্তাহীনতার মধ্যে আমরা জীবনযাপন করছি। আমি দশ রাত বাড়ির বাইরে ছিলাম।
“রাত-বিরাতে ডিবি-পুলিশ এসে দরজা ধাক্কাধাক্কি করছে। ছোট ছোট বাচ্চারা, বয়স্ক বাবা-মা কতো আতঙ্কে থাকে। সবার কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা নীতিতে অটল থাকবেন।”
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিল প্রাঙ্গণে এক সভায় নায়াব ইউসুফ এসব কথা বলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল হয়। এদিন ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়াকে স্মরণ করা হয়।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ আরও বলেন, “বিএনপি করার জন্য কলিজা লাগে। জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কাউকে ভয় করে রাজনীতি করি না। আমাদের ভয় দেখাতে পারবেন না। আমরা সবাই মিলে জেলে যাব। আমাদের যা হারানোর তা আমরা হারিয়েছি। আমাদের হারানোর আর কিছু নেই।”
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, বিএনপি নেতা মো. আব্দুল লতিফ, ডা. মোস্তাফিজুর রহমান শামীম, আলী আশরাফ নান্নু।
সভার শুরুতে চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেট আলমগীর ভুঁইয়া।
এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাফর হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী ভুঁইয়া রতন, জেলা বিএনপির কারাবন্দি সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনের স্ত্রী লোটাস কিবরিয়া, বিএনপি নেতা সরোয়ার হোসেন সরো, জেলা যুবদলের সাবেক সহসভাপতি শামীম আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন আক্তার, বিএনপি নেতা সাব্বির হোসেন।
২০২০ সালের ৯ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।