Published : 01 May 2025, 03:47 PM
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ‘আখেড়া অটো রাইস মিলের’ পাশ থেকে লাশটি উদ্ধারের খবর জানান মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা।
নিহত আরিফ হোসেন (২৫) উপজেলার বাজিতপুর গ্রামের আলেফ উদ্দিনের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি শাহীন রেজা বলেন, “আরিফ এলাকার একজন চিহ্নিত চোর। তার হাতে একটি প্লাসও ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।