২০২২ সালে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাদের।
Published : 22 Sep 2024, 09:21 PM
দুই বছর আগে এক নারী ও তার অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা বলে জানান এই আদালতের রাষ্টপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহমান।
দণ্ডিত আব্দুল্লাহ আল জুবায়ের ওরফে স্বপ্নীল (২৮) নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
তাকে সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১ মার্চ দুপুরে শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় রুমা চক্রবর্তী (৪৭) ও তার সাতমাসের অন্তঃসত্ত্বা কন্যা রিতু ভট্টাচার্যকে (২৭)। পরে স্বপ্নীল ওই ফ্ল্যাট থেকে রক্তাক্ত ছুরি হাতে গ্রেপ্তার হন।
এ ঘটনায় নিহত রুমার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের জানুয়ারিতে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত এ মামলার বিচারকাজ শুরু করে।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান বাদী রামপ্রসাদ।