ইউএনও জানান, এ চাল জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।
Published : 30 Jun 2024, 05:33 PM
পটুয়াখালীর দুমকি উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে সাড়ে ১৭ টন ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। এ চাল জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।
রোববার দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মাহমুদ জানান, শনিবার রাতে খবর পেয়ে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়েছে।
জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ওই চাল উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ইউএনও।
তিনি বলেন, “মোট ৩৫০ বস্তা প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল গোডাউন ব্যতিত কোনো ব্যক্তিগত বাসা-বাড়িতে রাখার কোনো নিয়ম নাই। এটি অপরাধ। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
ইউএনও বলেন, “যেহেতু এই চাল জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল, তাই এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি রেগুলার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।“
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা বলেন, “আমি এই ইউনিয়নে ১৭ বছর চেয়ারম্যানী করি। আমার শক্র আছে। জন সাধারণের উপকারের জন্য আমি এখানে চাল রেখেছি।
“ইউনিয়ন পরিষদে চাল নিতে আসতে অন্তত চার-পাঁচশ টাকা খরচ হয় একেক জন মানুষের। সেই টাকাটা যাতে খরচ না হয় তাই এখান থেকে চাল বিতরণ করার জন্যই মূলত এনেছি।”
তিনি বলেন, “বিগত দিনেও একইভাবে জেলেদের সুবিধার্থে এখান থেকেই চাল বিতরণ করেছি। এতে যদি আমার শাস্তি হয়, তা মাথা পেতে নেব।”