পাবনায় জমি বিরোধে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৫

বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 11:55 AM
Updated : 18 May 2023, 11:55 AM

পাবনার সাঁথিয়ায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

বৃহস্পতিবার সকালে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রামের বাধার বিলে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান। 

নিহত ৪৮ বছর বয়সি আব্দুল আওয়াল সেলন্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, দীর্ঘদিন ধরে বাধার বিলের একটি জমি নিয়ে সেলন্দা গ্রামের আমজাদ আলীর পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মুজিবর রহমানের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। 

“জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। চলতি মৌসুমে ওই জমিতে ধানের চারা রোপন করেন মুজিবরের পক্ষের লোকজন।

“বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান আমজাদ আলী ও তার লোকজন। এতে বাধা দেন মুজিবর রহমানের পক্ষের লোকজন। 

“এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মুজিবরের পক্ষের আব্দুল আওয়াল মারা যান।” 

পুলিশ জানায়, সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা পাশের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

ওসি রফিকুল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।