শহরের এটিএম মাঠে এই কর্মসূচি পালনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।
Published : 02 Aug 2024, 12:09 AM
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নওগাঁয় মোমবাতি প্রজ্বালন ও গণসংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় পার্কের দক্ষিণ গেইটের কাছে এই কর্মসূচি পালিত হয়।
এর আগে শহরের এটিএম মাঠে এই কর্মসূচি পালনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। পরে সাধারণ শিক্ষার্থীরা কয়েকটি স্থান পরিবর্তন করে পার্ক গেইটে এসে বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।