সামিয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির উঠানে বালতির পানিতে পড়ে যায়।
Published : 25 May 2024, 10:22 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকেন্দার আলী মণ্ডল জানান।
নিহত সামিয়া খাতুন (৩) ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে ইউপি চেয়ারম্যান জানান, সামিয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির উঠানে বালতির পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।