সরকারের বিভিন্ন প্রকল্পের এসব চাল অবৈধভাবে ক্রয় করে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে ইউএনও।
Published : 05 Nov 2024, 06:47 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি বাড়িতে মজুত করে রাখা সরকারের বিভিন্ন প্রকল্পের ১২৫ বস্তা চাল জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
মঙ্গলবার বিকালে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয় বলে জানান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার।
তিনি জানান, গোপন খবর পেয়ে কাজিপুর উপজেলা সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে একটি ঘর থেকে ১২৫ বস্তা, অর্থাৎ তিন হাজার ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়।
জব্দ করা চাল সরকারি গুদামে রাখার জন্য পাঠানো হয়েছে বলে জানান সাবরিন আক্তার।
বিভিন্ন সময় অবৈধভাবে চালগুলো ক্রয় করে ওই বাড়িতে মজুত করা হয়েছিল বলে জানান তিনি।